রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

|

রংপুরের পীরগঞ্জের উত্তর করিমগঞ্জ, কসবা ও মাঝিপাড়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিলটি বের হয়।

পীরগঞ্জ উপজেলা, পৌরসভা এবং শাহ আব্দুর রউফ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে ও জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে প্রতিবাদ মিছিলটি বের হয়। তারা শহরের প্রেসক্লাব মোড় থেকে মিছিলটি নিয়ে স্টান্ড হয়ে গুলশান মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ ঘোষণা দেন, যদি কেউ সহিংসতা করতে আসে তাহলে সেটির দাতভাঙ্গা জবাব দেয়া হবে। এসময় নেতৃবৃন্দ ছাত্রলীগের কর্মীদের প্রতিটি ইউনিয়নে পাহাড়া বসানোর কথা বলেন।

ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে রংপুরের পীরগঞ্জে গতকাল রোববার রাত ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের বেশকিছু বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply