বৈষম্যমূলক মন্তব্যের মামলায় গ্রেফতার হওয়া যুবরাজ সিং ছাড়া পেয়েছেন অন্তর্বর্তীকালীন জামিনে।
গত বছর রোহিত শর্মার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে এসে যুজবেন্দ্র চাহালের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন যুবরাজ। এরপরই তার নামে মামলা দায়ের হয়। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
এক আইনজীবী রজত কালসান যুবরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, যুবরাজের মন্তব্যে দলিত সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। প্রচুর মানুষ সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছে। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে চলতি বছরের গোড়ার দিকে হাইকোর্টের দ্বারস্থ হন যুবরাজ। সেই সাথে নিজের ভুল শিকার করে মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন তিনি।
Leave a reply