মেরুদণ্ডহীন ফখরুল আর খোঁড়া রিজভী আন্দোলনের ভয় দেখায়: ডা. মুরাদ

|

শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যরত ডা. মুরাদ হাসান।

‘বিএনপি’র আন্দোলনে ভয় পাই না’- বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এসময় বিএনপি নেতৃত্বের উদ্দেশে ডা. মুরাদ হাসান বলেন, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, তাদের আন্দোলনের ভয় আমরা পাইনা।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর আয়োজিত শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।

এসময় বিএনপি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে জিয়া পরিবার। দেশে দুর্নীতির বীজ বপন করেছে তারাই। তারা আন্দোলনের ভয় দেখায় আমাদেরকে! তাদের মনে রাখা উচিত যে আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, তাদের আন্দোলনের ভয় আমরা পাইনা।

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় আরও বলেন, আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে রাজনীতি করি। মেরুদণ্ডহীন মির্জা ফখরুল আর খোঁড়া রিজভী আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়। কাদেরকে দেখায়? মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকন্যাকে, ডা. মুরাদ হাসানকে?

এসময় ডা. মুরাদ হাসান আরও বলেন, আমার মন্ত্রীত্ব থাকবে কি না, তা আপনাকে বলার অধিকার কে দিয়েছে?

ডা. মুরাদ হাসান বলেন, একাত্তরের পরাজিত শক্তি তোমরা আবারও পরাজিত হবা। ৫০ বছরেও বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবা না। আমরা বেঁচে থাকতে এটা হবে না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply