নেদারল্যান্ডসের লিগ এরিডিভিসিতে ভিটেসে আর্নহেম এবং এনইসি নিমেজেনের মধ্যেকার ডার্বি ম্যাচে ১-০ গোলে রোমাঞ্চকর জয় পায় ভিটেসে। গোলের পর প্রতিপক্ষের মাঠে নিজেদের সমর্থকদের দিকে ছুটে গিয়ে সেলিব্রেশনে মাতেন ভিটেসে ফুটবলাররা। আর তখনই ঘটে দুর্ঘটনা। নিমেজেনের জিওফার্ট স্টেডিয়ামের স্ট্যান্ডের একাংশ হঠাৎ করেই ভেঙে যায়। সেই সময় ওই স্ট্যান্ডে প্রচুর সমর্থক ছিলেন। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান সকলেই। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসের।
তবে ভেঙে যাওয়া অংশে থাকা প্রায় ৩৫ জন সমর্থক দ্রুতই উপরে অক্ষত অবস্থায় থাকা অংশে ফিরে যান। ইউরোপিয়ান ফুটবলে স্টেডিয়ামে দুর্ঘটনা নতুন কিছু নয়, তবে এমন পুরো স্ট্যান্ড ভেঙে পড়ার ঘটনা হয়তোই আগে কেউ দেখেনি।
এনইসি ক্লাবের ডিরেক্টর উইলকো ভ্যান শ্যেক জানান, কোনো সমর্থকই আহত হননি। তিনি বলেন, স্ট্যান্ডের তলায় একটা কন্টেইনার ছিল, যা গুরুতর দুর্ঘটনা থেকে সকলকে রক্ষা করেছে। নিমেজেনের মেয়রও এই ঘটনায় দ্রুত রিপোর্ট চেয়ে করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
Leave a reply