এবার তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প

|

ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ প্রেসিডেন্সি আমলের তথ্য গোপন রাখার জন্য এ মামলা করেছেন তিনি।

সোমবার (১৮ অক্টোবর) ওয়াশিংটন ডিসি’র ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করেন অভিযোগ। গত বছর ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার জেরে চলছে হোয়াইট হাউজের তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে ওই ঘটনার সময় ও তার আগে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা।

অভিযোগে বলা হয়, যেসব নথিপত্র তদন্তকারীরা চেয়েছেন, তা হোয়াইট হাউজের গোপন তথ্য। এমন ৪০টি নথি প্রকাশের বিরোধিতা করেন ট্রাম্প। তদন্তে বাধা আর কার্যক্রমকে পিছিয়ে দিতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয় হাউজ কমিটির যৌথ বিবৃতিতে। তবে দেরি হলেও তদন্তের কাজ শেষ করার বিষয়ে আশাবাদ জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply