দ্বারে দ্বারে পোলিও টিকা দেয়ার অনুমতি দিলো তালেবান, প্রশংসায় পঞ্চমুখ জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত।

আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও টিকা দেয়ার অনুমতি দিয়েছে তালেবান। এ জন্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার ঘোষণাও দিয়েছে নব গঠিত আফগান সরকার। বিষয়টি নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের পক্ষ থেকে তালেবানের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিষয়টি নিয়ে সোমবার (১৮ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করেছে ইউনিসেফ। সেখানে জানানো হয়েছে, আগামী ৮ নভেম্বরে শুরু হবে টিকা কার্যক্রম। তালেবান পোলিও টিকা কার্যক্রমে নারী কর্মীদের অংশগ্রহণেও আপত্তি জানায়নি এবং এই টিকা কার্যক্রমে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৩ লাখের বেশি আফগান শিশুকে মুখে খাওয়ানোর এই টিকা দেয়া হবে বলেও জানানো হয়।

এর আগে পোলিও টিকা দেয়ার ঘোর বিরোধী ছিল তালেবান। ক্ষমতায় আসার আগে স্বাস্থ্যকর্মীদের ওপর তালেবানি হামলার ঘটনাও কম নয়। তবে এবার আফগানিস্তানের দখল নেয়ার পর সে অবস্থান থেকে সরে এলো তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply