অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক বিধি অমান্য করেনি রাশিয়া। মঙ্গলবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেছে ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, মার্কিন কর্তৃপক্ষ নিজেরাই বেশ কয়েকবারই এ ধরনের পরীক্ষা চালিয়েছে। চীনের হাইপারসনিক অস্ত্র পরীক্ষার পক্ষেও সাফাই গাইলেন তিনি।
দিমিত্রির দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেনি বেইজিং। আর তাদের কর্মসূচি রাশিয়ার জন্যও হুমকি তৈরি করেনি। চীন-রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহেই উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে রাশিয়ার দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিতেই পদক্ষেপ নিচ্ছে তারা।
চীনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক নির্দেশনা মেনেই অস্ত্র কর্মসূচি চালাচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্র নিজেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং তাদের সামরিক বাজেটেও সে লক্ষ্যে বড় অংকের বরাদ্দ আছে। রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন নয়, বরং নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে।
Leave a reply