নোয়াখালীল সোনাইমুড়ির বজরা ইউনিয়নে সরকারি বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি- প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে তদন্ত কমিটি।
সোনাইমুড়ির বজরা ইউনিয়নের মুটুরী সড়কটি সংস্কার না করেই বরাদ্দকৃত টাকা উত্তোলন হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। একই অভিযোগ পাওয়া গেছে ইউনিয়নের বদরপুর এবং শাকিলপুর, পূর্ব চাঁদপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে। রশিদপুর এলাকায় মেরামত হয়নি কমিউনিট ক্লিনিক। বজরা হাপার এলাকায় আগে থেকেই কালভার্ট থাকলেও তা নতুন করে তৈরির কারণ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
টিআরসহ সরকারি বিভিন্ন প্রকল্পে এসব অনিয়মের কথা জানিয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় এক ব্যক্তি। তবে তবে বজরা ইউনিয়নের চেয়ারম্যান মিরন অর রশিদের দাবি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।
নোয়াখালী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক আবু ইউসুফ জানালেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছেন তারা। এ বিষেয়ে কর্মকর্তারা মাঠেও নেমেছে বলে জানালেন তিনি।
২০২০-২১ অর্থবছরে বজরা ইউনিয়নের উন্নয়নে এসব প্রকল্প হাতে নেয়া হয়েছিল। তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগের ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে হতাশ ও ক্ষুব্ধ স্থানীয়রা।
Leave a reply