রাশিয়ার মস্কোয় দ্বিতীয়বারের মত তালেবানের সাথে বৈঠকে বসছেন ভারতীয় প্রতিনিধিদল। এবারই প্রথমবারের মত ভারত-তালেবানের আলোচনায় মধ্যস্থতা করতে যাচ্ছে রাশিয়া। ভারতের প্রত্যাশা প্রতিশ্রুতি পালনে আরও দায়িত্বশীল হবে তালেবান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আজ বুধবার (২০ অক্টোবর) আয়োজিত এ বৈঠকে আফগানিস্তানের অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা, আফগানিস্তান থেকে অন্য দেশে সন্ত্রাস ছড়ানোর শঙ্কা, এমনকি আফগানিস্তানের নতুন সরকারকে প্রশাসনিক সাহায্য সংক্রান্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ভারত–তালেবান দু’পক্ষকে এ বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া, দু’পক্ষ রাজিও হয়েছে আলোচনায় বসতে। তবে ভারত এবং তালেবান ছাড়াও আরও ৯টি দেশের প্রতিনিধি থাকবেন মস্কোর ওই বৈঠকে। সভাপতিত্ব করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ। গতকাল বুধবার (১৯ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব জেপি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ায় পৌঁছেছে।
ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা চান যে, মস্কোর বৈঠকের পাশাপাশি জেপি সিংয়ের সাথে তালেবান প্রতিনিধিদের পৃথক আলোচনাও হোক। মস্কোর বৈঠকে দু’পক্ষই যোগ দিতে রাজি হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন যে, এ বার হয়তো ভারতসহ অন্যান্য দেশের সাথে তালেবান শাসকদের কূটনৈতিক সম্পর্কের জটিলতা কাটবে।
/এসএইচ
Leave a reply