যে চা শ্রমিক একাই গড়ে তুলেছেন পাঠাগার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র

|

চা বাগানের মধ্যে পাঠাগার। অবাক হচ্ছেন? মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলার স্থানীয় একটি স্কুলে গড়ে তোলা পাঠাগারটিতে নানা বিষয়ের চার শতাধিক বই রয়েছে।

তবে উদ্যোগটি সাধারণ কারো নয়, বরং সেই বাগানেরই এক চা শ্রমিক লিটন গঞ্জুর। অর্থের অভাবে নিজে প্রাথমিকের গণ্ডিই পেরোতে না পারলেও লিটন গঞ্জুর স্বপ্ন, জ্ঞানের আলোয় আলোকিত হবে চা বাগানের শিশুরা, উচ্চশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হবে নিজ নিজ ক্ষেত্রে।

শুধু পাঠাগার নয়, চা বাগানের পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের জন্য লিটন গঞ্জু স্থানীয়দের সহায়তায় গড়ে তুলেছেন একটি প্রশিক্ষণ কেন্দ্রও, যাতে সেলাই শিখছেন ৩০ জন নারী। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নতুন পন্থা খুঁজে পেয়ে আত্মবিশ্বাসী সেখানকার মেয়েরাও।

এদিকে বাগানে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। সেইসাথে সবরকম সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। জেলা প্রশাসক বলেন, এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply