বাংলাদেশের নয়া কোচ পর্তুগালের লেমোস

|

অস্কার ব্রুজন নয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দ্বায়িত্ব নিচ্ছেন মারিও লেমোস। শ্রীলংকার আসন্ন চার জাতির টুর্নামেন্টে জামাল-তপুদের কোচের ভূমিকায় দেখা যাবে এই পর্তুগিজকে। গত তিন মৌসুম ধরে আবাহনীর কোচের দায়িত্বে আছেন তিনি।

এর আগে মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল। তার অধীনে দলের পারফর্মেন্সে সন্তুষ্টও হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই শ্রীলংকা সফরেও তার হাতেই দায়িত্ব সঁপতে চেয়েছিল বাফুফে।

কিন্তু অস্কার ব্রুজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল মারুফুল হকের নামও। কিন্তু শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।

ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনীকে এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালেও ওঠান তিনি। বর্তমানে তিনি নিজ দেশ পর্তুগালে ছুটিতে আছেন। ফিরবেন শিগগিরই। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।

উল্লেখ্য, আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply