লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানার আয়োজনে থানা রোডে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগান ছিল সমাবেশের প্রতিপাদ্য বিষয়।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতিসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মন্দিরে ও বাড়িঘরে তাণ্ডব চালিয়েছে। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। যার যার ধর্ম সে পালন করবে। কেউ অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। সন্ত্রাসী পরিকল্পনা কখনও সফল হবে না। জড়িতদের চিহৃত করে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথের সভাপতিত্বে ও জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ড. এএইএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমানসহ আরও অনেকে।
ইউএইচ/
Leave a reply