শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ভাঙচুর

|

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান পত্রিকা কলম্বো গেজেট। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ার পর মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা ড্রেসিং রুমে ভাঙচুর করেছে তা জানায়নি পত্রিকাটি। প্রতিবেদনে ড্রেসিং রুমের সামনে ভাঙা গ্লাস পড়ে থাকার ছবিও প্রকাশ করা হয়েছে।

এদিকে কলম্বোতে কাজ করা বিবিসির রিপোর্টার আজম আমিনও তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, “Bangladesh dressing room door at R Premadasa stadium shattered during celebrations following heated conclusion to match against Sri Lanka #Cricket.”

“শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনাকর ম্যাচ শেষে প্রেমাদাসা স্টেডিয়ামে উদযাপনের সময় বাংলাদেশের ড্রেসিং রুমের দরজার গ্লাস ভাঙা পাওয়া যায়।”

ক্রিক ইনফো বলছে, ড্রেসিং রুমের ভেতর থেকে কেউ ভেঙে থাকতে পারে। জয়ের কারণে ‘অতি উচ্ছাস’ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে প্রাথমিকভাবে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। একই সাথে সেখানে দায়িত্বে থাকা স্টাফদের সাথেও কথা বলে জানার চেষ্টা করেছেন ঘটনার জন্য কে বা কারা দায়ী। তবে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও ফুটেজ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে বলেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply