ভারতের উত্তরাখন্ডের লামখাগা পাস এলাকায় তুষারধসের পর ১১ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬ জন।
সোমবার (১৭ অক্টোবর) ঝড় ও তুষারধসের পর নিখোঁজ হন ওই পর্বতারোহীরা। তাদের উদ্ধারে অভিযান শুরু করে ভারতীয় বিমানবাহিনী। চারদিন পর বৃহস্পতিবার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ৬ জনের সন্ধান এখনো মেলেনি। তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে।
লামখাগা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত। এটি উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের পর্যটক ও গাইডের দলটি।
মৃতদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
Leave a reply