পাকিস্তানে নিষিদ্ধ ইসলামি দল তেহেরিক-লাব্বাইক পার্টির সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ অক্টোবর) লাহোরের পূর্বাঞ্চলীয় শহরে এ ঘটনা ঘটে। দলটির শীর্ষ নেতা সাদ রিজভির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছিল তারা।
মিছিলে টিএলপির কয়েক হাজার সমর্থক রাস্তা বন্ধ করে সমাবেশ করেন। এসময় ফ্রান্সের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের দাবি করা হয়। সমাবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এই হতাহতের ঘটনা ঘটে।
গত এপ্রিলে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং ফ্রান্সের সঙ্গে সব ধরণের ব্যবসায়িক সম্পর্ক বাতিলের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ ও সহিংসতা শুরু করে তেহেরিক-লাব্বাইক। ওই ঘটনার দায়ে গ্রেফতার হন দলটির নেতা সাদ রিজভি।
Leave a reply