ম্যাচ শেষে স্বাগতিক লঙ্কান দর্শকদের হাতে লাঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশি সমর্থকরা। পুলিশের উপস্থিতি থাকার পরও স্থানীয় দর্শকরা তাদের মারধর করেছেন এমন অভিযোগ করেন বাংলাদেশি সমর্থকরা। শারিরীক ভাবে হেনস্তার পাশাপাশি নানা ভাবে বাজে আচরণেরও শিকার হয় টাইগার সমর্থকরা।
এমনকি পুলিশের কাছে অভিযোগ করেও কোন সাহায্য পাওয়া যায়নি। বাজে আচরণে কান্নাকাটি করলেও পুলিশ বা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কেউ এগিয়ে আসেনি। শুধু গতকাল শুক্রবারের ম্যাচেই বাজে আচরণের শিকার হয়নি বাংলাদেশি সমর্থকরা এর আগের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচেও শ্রীলঙ্কান দর্শকদের খারাপ আচরণের শিকার হয় তারা।
বাংলাদেশি সমর্থক টাইগার শোয়েব বলেন, জায়গাটা নিরাপদ নয় দেখে পুলিশের মাঝখানে যাই। তাদের সামনেই ধাক্কাধাক্কি করেছে। ধাক্কা দিয়ে ফেলে দিলো কিন্তু পুলিশ চেয়ে চেয়ে দেখলো, কিছু করলোনা।
এদিকে শুধু শোয়েবদের মারধরই নয়, খেলা দেখতে আসা দুই বাঙালি পরিবারের সঙ্গেও বাজে আচরণ করেছে শ্রীলঙ্কান দর্শকেরা। এমন অভিযোগ পাওয়া গেছে।
Leave a reply