সেরা পাঁচে গেম অফ থ্রোন্স, ব্রেকিং ব্যাড: দেখে নিন বিবিসির ‘সেরা ১০০’

|

প্রকাশিত হলো একুশ শতকের সেরা ১০০ সিরিজের তালিকা। সম্প্রতি ৪৩টি দেশের ২০৬ জন সমালোচক, সাংবাদিক, শিক্ষক, গবেষক ও টেলিভিশন ব্যক্তিত্বদের মধ্যে চালানো এক জরিপের ফলাফলই মূলত এই তালিকা।

তালিকার ৮টি বাদে বাকি সব সিরিজই ইংরেজি ভাষার। যার মধ্যে ৬৮টি যুক্তরাষ্ট্রের, ১৮টি যুক্তরাজ্যের, আর ২টি এই দুই দেশের যৌথ প্রযোজনা। সেইসঙ্গে তালিকায় আছে ডেনিশ, সুইডিশ, ফরাসি, স্প্যানিশ আর জার্মান ভাষার সিরিজও।

ভক্তরা হয়তো কিছুটা মনঃক্ষুণ্ণ হতে পারেন গেম অফ থ্রোন্সকে সেরা তিনে না দেখে। তবু সেরা পাঁচে থাকাই কম কী? আরেক কাল্ট ক্লাসিক ‘ব্রেকিং ব্যাড’ অবশ্য ঠিকই সেরা তিনে স্থান পেয়েছে তৃতীয় হবার মাধ্যমে।

তবে চমক দেখিয়েছে স্প্যানিশ সিরিজ মানি হেইস্ট। সিরিজটির শেষ সিজন এখনও আসেইনি, আসবে ডিসেম্বরে। তার আগেই সিরিজটি চলে এলো বিবিসির সেরা ১০০’র তালিকার ৪৩ নম্বর স্থানে। তালিকায় আছে চেরনোবিল, স্ট্রেঞ্জার থিংস, ডার্কের মতো জনপ্রিয় সব সিরিজ।

তবে এই তালিকাই শেষ নয়। চাইলে আপনিও বিবিসিকে জানাতে পারেন আপনার পছন্দের তালিকা। শুধু ব্যবহার করুন হ্যাশট্যাগ TVOfTheCentury

এবারে চলুন দেখে নেয়া যাক একুশ শতকের সেরা ১০০’র তালিকাটি।

১. দ্য ওয়্যার (২০০২–২০০৮)
২. ম্যাড মেন (২০০৭–২০১৫)
৩. ব্রেকিং ব্যাড (২০০৮–২০১৩)
৪. ফ্লিবাগ (২০১৬–২০১৯)
৫. গেম অব থ্রোনস (২০১১–২০১৯)
৬. আই মে ডেস্ট্রয় ইউ (২০২০)
৭. দ্য লেফটওভারস (২০১৪–২০১৭)
৮. দ্য অ্যামেরিকানস (২০১৩–২০১৮)
৯. দ্য অফিস (যুক্তরাজ্য) (২০০১–২০০৩)
১০. সাকসেশন (২০১৮–)
১১. বোজাক হর্সম্যান (২০১৪–২০২০)
১২. সিক্স ফিট আন্ডার (২০০১–২০০৫)
১৩. টুইন পিকস: দ্য রিটার্ন (২০১৭)
১৪. আটলান্টা (২০১৬–)
১৫. চেরনোবিল (২০১৯)
১৬. দ্য ক্রাউন (২০১৬–)
১৭. থার্টি রক (২০০৬–২০১৩)
১৮. ডেডউড (২০০৪–২০০৬)
১৯. লস্ট (২০০৪–২০১০)
২০. দ্য থিক অব ইট (২০০৫–২০১২)
২১. কার্ব ইয়োর এনথুসিয়াজম (২০০০–)
২২. ব্ল্যাক মিরর (২০১১–)
২৩. বেটার কল সল (২০১৫–২০২২)
২৪. ভিপ (২০১২–২০১৯)
২৫. শার্লক (২০১০–২০১৭)
২৬. ওয়াচমেন (২০১৯)
২৭. লাইন অব ডিউটি (২০১২–২০২১)
২৮. ফ্রাইডে নাইট লাইটস (২০০৬–২০১১)
২৯. পার্কস অ্যান্ড রিক্রিয়েশন (২০০৯–২০১৫)
৩০. গার্লস (২০১২–২০১৭)
৩১. ট্রু ডিটেকটিভ (২০১৪–২০১৯)
৩২. অ্যারেস্টেড ডেভেলপমেন্ট (২০০৩–২০১৯)
৩৩. দ্য গুড ওয়াইফ (২০০৯–২০১৬)
৩৪. দ্য ব্রিজ (২০১১–২০১৮)
৩৫. ফার্গো (২০১৪–)
৩৬. ডাউনটন অ্যাবি (২০১০–২০১৫)
৩৭. ব্যান্ড অব ব্রাদার্স (২০০১)
৩৮. দ্য হ্যান্ডমেইডস টেল (২০১৭–)
৩৯. দ্য অফিস (যুক্তরাষ্ট্র) (২০০৫–২০১৩)
৪০. বোরগেন (২০১০–২০১৫)
৪১. শিটস ক্রিক (২০১৫–২০২০)
৪২. পিপ শো (২০০৩–২০১৫)
৪৩. মানি হাইস্ট (২০১৭–২০২১)
৪৪. কমিউনিটি (২০০৯–২০১৫)
৪৫. দ্য গুড ফাইট (২০১৭–)
৪৬. হোমল্যান্ড (২০১১–২০২০)
৪৭. গ্রেস অ্যানাটমি (২০০৫–)
৪৮. ইনসাইড নম্বর নাইন (২০১৪–)
৪৯. দ্য ব্যুরো (২০১৫–)
৫০. হল্ট অ্যান্ড ক্যাচ ফায়ার (২০১৪–২০১৭)
৫১. স্মল অ্যাক্স (২০২০)
৫২. দিস ইজ ইংল্যান্ড এইট্টি সিক্স, এইট্টি এইট অ্যান্ড নাইনটি (২০১০–২০১৫)
৫৩. কল মাই এজেন্ট! (২০১৫–২০২০)
৫৪. হ্যাপি ভ্যালি (২০১৪–)
৫৫. দ্য শিল্ড (২০০২–২০০৮)
৫৬. দ্য বিগ ব্যাং থিওরি (২০০৭–২০১৯)
৫৭. দ্য ইয়াং পোপ (২০১৬)
৫৮. ডার্ক (২০১৭–২০২০)
৫৯. দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড (২০২১)
৬০. হাউস অব কার্ডস (২০১৩–২০১৮)
৬১. অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার (২০০৫–২০০৮)
৬২. দ্য গুড প্যালেস (২০১৬–২০২০)
৬২. পোজ (২০১৮–২০২১)
৬৪. ডিটেক্টরিস্ট (২০১৪–২০১৭)
৬৫. অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক (২০১৩–২০১৯)
৬৬. মেয়র অব ইস্টটাউন (২০২১)
৬৭. রুপলস ড্রাগ রেস (২০০৯–)
৬৮. স্ট্রেঞ্জার থিংস (২০১৬–)
৬৯. টোয়েন্টিফোর (২০০১–২০১০)
৭০. ব্যাটলস্টার গ্যালাকটিকা (২০০৪–২০০৯)
৭১. এনলাইটেনড (২০১১–২০১৩)
৭২. গিলমোর গার্লস (২০০০–২০০৭)
৭৩. প্লানেট আর্থ (২০০৬)
৭৪. ইউটোপিয়া (২০১৩–২০১৪)
৭৫. ব্যাবিলন বার্লিন (২০১৭–)
৭৬. রিক অ্যান্ড মর্টি (২০১৩–)
৭৭. অ্যামেরিকান ক্রাইম স্টোরি (২০১৬–)
৭৮. দ্য কিলিং (ডেনমার্ক) (২০০৭–২০১২)
৭৯. মাইন্ডহান্টার (২০১৭–২০১৯)
৮০. হাউস (২০০৪–২০১২)
৮১. ওজে: মেড ইন আমেরিকা (২০১৬)
৮২. বিগ লিটল লাইজ (২০১৭–২০১৯)
৮৩. ইনসিকিউর (২০১৬–২০২১)
৮৪. নরমাল পিপল (২০২০)
৮৪. নার্কোস (২০১৫–২০১৭)
৮৬. হাউ আই মেট ইয়োর মাদার (২০০৫–২০১৪)
৮৭. দ্য কামব্যাক (২০০৫–২০১৪)
৮৮. দ্য ওএ (২০১৬–২০১৯)
৮৯. ডেক্সটার (২০০৬–২০১৩)
৯০. ইটস অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া (২০০৫–)
৯১. ওয়েস্টওয়ার্ল্ড (২০১৬–)
৯২. শো মি আ হিরো (২০১৫)
৯৩. ট্রেমে (২০১০–২০১৩)
৯৪. লুই (২০১০–২০১৫)
৯৫. লুথার (২০১০–২০১৯)
৯৬. ক্যাটাস্ট্রফি (২০১৫–২০১৯)
৯৭. হানিবল (২০১৩–২০১৫)
৯৮. ক্রেজি এক্স–গার্লফ্রেন্ড (২০১৫–২০১৯)
৯৯. স্টিভেন ইউনিভার্স (২০১৩–২০২০)
১০০. দ্য কুইনস গ্যামবিট (২০২০)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply