মজবুত সূচনার পর ফিরে গেলেন লিটন

|

দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পেলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। লঙ্কান পেসারদের দেখেশুনে এবং খারাপ বলকে বাউন্ডারিতে পাঠিয়ে সুপার টুয়েলভ কাঙ্ক্ষিতভাবেই শুরু হলো টাইগারদের। তবে দলীয় ৪০ রানের মাথায় ফিরে গেছেন লিটন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এরই মধ্যে চার পেসারকে আক্রমনে এনেছেন লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা। চামিকা ও বিনুরার প্রথম ওভার দুটি দেখেশুনেই লেখেন লিটন-নাইমরা। এরপর প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আসেন দুশ্মন্ত চামিরা। আর এই পেসারের উপরেই খড়গহস্ত হন নাইম। দুটি নো বলে প্রাপ্ত ফ্রি হিট থেকেও আসে রান। তারপর ছন্দে চলে আসেন লিটন দাসও। নাইমের সাথে এই স্টাইলিশ ব্যাটারও খেলেছেন বলের মেরিট বিচার করে। তবে লাহিরু কুমারাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে শানাকার হাতে ধরা পড়েন লিটন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান। ক্রিজে এসেছেন সাকিব আল হাসান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply