চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটে ভরসা খুঁজছে ভারত। দলের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মাকে প্রথম ওভারেই হারিয়ে ফেলার পর শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ইনফর্ম লোকেশ রাহুলও ফিরে গেলে প্রাথমিক যে ধাক্কা খায় ভারত, তাতেই রানের গতি হয়ে পড়ে মন্থর।
মর্যাদার লড়াইয়ে একবার পিছিয়ে গেলে ফিরে আসা হয়ে পড়ে দুষ্কর। তাই রানের গতি বাড়াবেন, নেমেই চার ও ছয়ে তেমন ইঙ্গিতই দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এই হার্ড হিটারও ফিরে গেলে বড়সড় বিপর্যয়ের সামনেই পড়ে ভারত। কোহিলির সাথে জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছেন রিশাভ পান্ত। উইকেটে যতক্ষণ ছিলেন, লড়াই করে গেছেন। ২ চার ও ২ ছয়ে ৩০ বলে ৩৯ রান করে শাদাব খানের বলে ফিরে গেছেন তিনি। আর ভারতের আশার কেন্দ্রবিন্দু হয়ে ২৭ বলে ২৮ রান করে অপরাজিত আছেন ভিরাট কোহলি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান। ক্রিজে এখন এসেছেন রবীন্দ্র জাদেজা।
Leave a reply