বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বাড়ছে প্রতিদিন। সোমবার (২৫ অক্টোবর) এ সংখ্যা দাঁড়ালো ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট শনাক্ত হয়েছে, ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। একই সাথে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ১৪ লাখ ৫১ হাজার ৯৪৯।
সম্প্রতি পূর্ব ইউরোপে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, চলতি মাসেই শনাক্ত ২ কোটি ছাড়িয়েছে। দৈনিক প্রাণহানিতেও, বর্তমানে বিশ্বের শীর্ষে অবস্থান করছে
এ অঞ্চলের দেশগুলো।
রাশিয়া-রোমানিয়া-ইউক্রেন দেখছে সর্বাধিক মৃত্যু। গবেষকরা বলছেন, ইউরোপের এ অংশে তুলনামূলক টিকাদানের প্রবণতা কম। রাশিয়ায় মাত্র ৩৬ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা, হাঙ্গেরিতে সংখ্যাটি মাত্র ১৯ ভাগ। পূর্ব ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের কম মানুষ গ্রহণ করেছেন করোনার ভ্যাকসিন। তবে সে তুলনায় বাংলাদেশে করোনার শনাক্ত ও মত্যু নিম্নমুখী।
Leave a reply