epa05212149 Rizal Commercial Banking Corporation (RCBC) Branch Manager Maia Santos Deguito takes her oath during the Senate hearing at the Senate building in Pasay city, south of Manila, Philippines, 15 March 2016. The Philippine Senate started its inquiry into the alleged 100 million US dollars worth of illegal funds coursed through the banking system and casinos in the Philippines. According to reports, the suspected illicit funds were supposedly part of millions of dollars hacked from the overseas accounts of the central bank of Bangladesh. 81 million US dollars from the account of the Bangladesh Bank was transferred by the US Federal Reserve Bank of New York to the RCBC in the Philippines while the 20 million US dollars wire transfer to Sri Lanka was foiled. In a series of banking transactions, the suspected illicit funds in RCBC were then withdrawn and remitted to offshore accounts after these were moved through local casinos. The Philippine government, through the Anti-Money Laundering Council, the Philippine Amusement and Gaming Corp. (Pagcor) and the National Bureau of Investigation, is likewise investigating all related accounts. EPA/MARK R. CRISTINO
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকের অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো। দেশটির আদালতেই হবে এ বিচার কাজ।
বৃহস্পতিবার, ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস থেকে তার বিরূদ্ধে সমন জারি করা হয়। তাতে আরও বলা হয়, এই মামলায় ফিলিপাইনের বাকি অভিযুক্তদের দায়মুক্তি দেয়া হয়েছে। তাই, একমাত্র দেগুইতোকেই আদালতের মুখোমুখি হতে হবে।
সমন জারির প্রতিক্রিয়ায় অভিযুক্ত দেগুইতো বলেন, রাঘব-বোয়ালদের আড়াল করার জন্যই তাকে বলির পাঠা বানানো হয়েছে।
এদিকে, অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল এখন ম্যানিলায় অবস্থান করছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে, নিউইয়র্কের ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় যার ৮ কোটি ১০ লাখ ডলারই যায় ফিলিপাইনে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply