সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই থানা পুলিশ জেলা জামায়াতের আমীরসহ চার জামায়াত নেতাকে আটক করেছে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কালাই সোনালী ব্যাংকের নিচ তলায় জনৈক একটি বইয়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ (৫৮), জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, কালাই উপজেলা জামায়াতের আমীর মনসুর রহমান এবং কালাই উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুজ্জামান সরকার।
পুলিশের দাবি, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলা নিয়ে যখন দেশ অস্থির, ঠিক সেই সময়েই আটককৃত জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নতুন করে নাশকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করছিলেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান, কালাই সোনালী ব্যাংকের নিচে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষে সমবেত হয়ে, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণকালে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং সেক্রেটারি সহ চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a reply