টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর এই সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ উদ্বোধনী জুটিতেই দিয়েছে দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ।
উদ্বোধনী জুটিতেই আসে ৫৪ রান। মোহাম্মদ শাহজাদ ১৫ বলে ২২ রান করে আউট হলেও ২৫ বলে ৩৮ রান করে অপরাজিত আছেন হজরতউল্লাহ জাজাই। প্রথম উইকেট পতনের পর এখন উইকেটে জাজাইয়ের সঙ্গে জুটি বেঁধেছেন রাহমানুল্লাহ গুরবাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার খেলে আফগানদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৭ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বাছাইপর্ব খেলে আসতে হয় স্কটল্যান্ডের। বাছাইপর্বে তারা হারায় বাংলাদেশের মত প্রতিপক্ষকে। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ শীর্ষে থেকে আফগানিস্তান, পাকিস্তান, ভারতের গ্রুপে পড়ে স্কটিশরা। আর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পায় আফগানরা।
Leave a reply