অমিত শাহ’র সফর চলাকালে কাশ্মিরে ভয়াবহ গ্রেনেড হামলা

|

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সফর চলাকালে আবারও উত্তাপ ছড়ালো ভূ-স্বর্গ খ্যাত কাশ্মিরে। মঙ্গলবার সকালে সুম্বাল শহরে ঘটে ভয়াবহ এক গ্রেনেড হামলা। এতে গুরুতর আহত হন এক নারীসহ সাত সাধারণ নাগরিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বান্দিপোড়া এলাকায় এক গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করলে ঘটে এ হতাহতের ঘটনা। গেলো রোববারও এক হামলায় আহত হন নিরাপত্তা বাহিনীর তিন সদস্য। বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল কাশ্মিরের পরিস্থিতি। বেড়েছে হামলা ও হত্যার ঘটনা।

এর মাঝেই শনিবার তিনদিনের সফরে উপত্যকায় পৌঁছান অমিত শাহ। এমন পরিস্থিতিতে এ নেতার কাশ্মির সফরকে সেখানকার রাজনৈতিক ইস্যু বিবেচনায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে কাশ্মির সফর আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী। ২০১৯ সালে ভয়াবহ হামলার শিকার পুলওয়ামা ক্যাম্পের সেনাদের সাথে রাতে সাক্ষাৎ করবেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply