কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে, এই খবরে বিস্ময়
প্রকাশ করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে
বিএনপি বিস্ময় প্রকাশের পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কিছুদিন পরই সিটি কর্পোরেশন নির্বাচন। জেলা ও মহানগর বিএনপি মনে করে, ওই নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিএনপির ইমেজ নষ্টের জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, রাজনৈকিভাবে ঈর্ষান্বিত হয়ে সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে জড়িয়ে যে ধরনের অপপ্রচার করা হয়েছে, তা চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। ঘটনার দিন সেখানে সিটি মেয়র মনিরুল হক সাক্কু উপস্থিত না থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
সৈয়দ জাহাঙ্গীর আলম পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাসহ পরবর্তী সকল অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় নেয়ার দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আবদুর
রউফ চৌধুরী ফারুক, মো. জসীম উদ্দিন ও হাজী মাসুকসহ দলীয় নেতাকর্মীরা।
Leave a reply