বেশিদিন আগের কথা নয়। এই তো সেপ্টেম্বরের ১৭ তারিখেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই শুরুর কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড দল মাঠ ছেড়ে বেরিয়ে যায়, পথ ধরে দেশে ফেরার।
‘নিরাপত্তা’র অজুহাত দেখিয়ে এতটা আকস্মিকভাবে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার সিদ্ধান্তে একইসাথে হতবাক ও হতাশ হয় গোতা পাকিস্তান। সেই রাগটা পুষে রেখেছিলেন ‘ঠোঁটকাটা’ শোয়েবও।
ভারতকে ১০ উইকেটে হারিয়ে পাকিস্তানের আত্মবিশ্বাস যখন তুঙ্গে, তখনই নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ। রাগ উগরে দেবার মোক্ষম এই সুযোগ কি হেলায় হারানোর পাত্র পিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার? স্বভাবসুলভ ভাষায় নিউজিল্যান্ডকে কটাক্ষও করলেন মন ভরে।
নিউজিল্যান্ড ম্যাচটি গ্যালারিতে বসে যারা উপভোগ করবেন, সেইসব পাকিস্তান-সমর্থক দর্শকদের উদ্দেশ্য করে শোয়েব আখতার টুইট করেন, খুব বেশি চেঁচামেচি কিংবা উদ্দাম উল্লাস করবেন না দয়া করে। কারণ নিরাপত্তা অজুহাতে ম্যাচ বাতিলের আবদার করতে না পারলে তখন নিউজিল্যান্ড ‘শব্দদূষণ’কে বাহানা বানাতে পারে!
Leave a reply