চোট নিয়েই হোটেলে ফিরলেন সোহান

|

নেটে ব্যাটিং করতে গিয়েই তাসকিনের বলে পেটে আঘাত পান সোহান।

কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে অতন্দ্র প্রহরী হলেও ব্যাট হাতে যেন ঠিক সুবিধা করতে পারছেন না নুরুল হাসান সোহান। ব্যাট হাতে ছন্দে ফিরতে মরিয়া সোহান আজ প্র্যাকটিস সেশনে নেটে ব্যাটিংয়ের সময় পাওয়া তলপেটের চোট নিয়েই হোটেলে ফেরেন। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের, তাই শঙ্কার অবকাশ কিছুটা যেন রয়েই গেল টাইগার ভক্তদের জন্য।

আগামীকাল বুধবার (২৭ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স।  এ বিগ ম্যাচকে সামনে রেখে দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে ম্যাচপূর্ব অনুশীলন করে বাংলাদেশ।

সেখানেই নেটে ব্যাটিং করার সময় তাসকিনের বল সোহানের পেটে লাগলে কিছুক্ষণ পর মাঠ ছাড়েন সোহান। পরে নিজেই নিশ্চিত করেন তলপেটে চোট পাওয়ার কথা। অবশ্য টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সোহানের চোট তেমন গুরুতর নয়।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে সোহানের গ্লাভসে এ পর্যন্ত ধরা পড়েছেন ৫ জন ব্যাটার। সোহান ছাড়াও বাংলাদেশ দলে কিপার আছেন আরও দুজন, লিটন দাস আর মুশফিকুর রহিম। কোনো কারণে সোহান কিপিং করতে না পারলে এ দুজনের যে কোনো একজনকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যেতে পারে। তবে টি টোয়েন্টিতে মুশফিক সবশেষ কিপিং করেছেন ২০২০ এর মার্চে, আর লিটন সবশেষ গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন গত এপ্রিলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply