দুধের মধ্যে ওষুধ মিশিয়ে নিজের নবজাতককে হত্যাচেষ্টার দায়ে একজনকে সাড়ে পঁচিশ বছরের কারাদণ্ডাদেশ দিল যুক্তরাজ্যের এক আদালত।
২১ বছর বয়সী জামার বেইলি নামে বার্মিংহামের সেই লোক গুগলে ‘কীভাবে বাচ্চাকে বিষ খাইয়ে মারা যায়’, ‘কীভাবে নবজাতককে হত্যা করা যায়’ ইত্যাদি লিখে সার্চ করেছিলেন বলে জানায় গোয়েন্দারা।
তিন মাস বয়সী সেই শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা ২০২০ সালের জুনে হাসপাতালে ভর্তি করা হয়। মুত্র পরীক্ষায় শিশুটির দেহে সোডিয়াম ভ্যালপোরেটের অস্তিত্ব মিলেছে। এটি মৃগী ও বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা কোনো নবজাতকের দেহের জন্য প্রাণঘাতী হতে পারে।
চিকিৎসকেরা নিশ্চিত করেছিলেন, কোনোক্রমেই এ ওষুধ প্রয়োগ অনিচ্ছাকৃত হতে পারে না। পুলিশও তাদের আলামত ও তদন্তে সেটি নিশ্চিত করে চার্জশিট দাখিলের পর মঙ্গলবার জামার বেইলিকে আদালত সাড়ে ২৫ বছরের কারাদণ্ড দেয়।
এদিকে শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সূত্র বিবিসি।
Leave a reply