অভ্যুত্থানের কারণ জানালেন সুদান সেনাপ্রধান

|

ছবি: সংগৃহীত

সুদানে অভ্যুত্থানের পক্ষে সাফাই দিলেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। মঙ্গলবার (২৬ অক্টোবর) সেনাপ্রধান দাবি করেন, গৃহযুদ্ধ এড়াতে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপত্তার কারণে নিজ বাড়িতেই রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণকে উস্কে দিচ্ছিলো, তাই বেসামরিক শাসনের অবসান ঘটাতে হয়েছে। বাধ্য হয়েই গ্রেফতার করতে হয় রাজনৈতিক নেতাদের, জারি করতে হয় জরুরি অবস্থা।

এদিকে, অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানীতে চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। গুরুত্বপূর্ণ সব সড়ক-সেতু এবং দোকানপাট বন্ধ। ফোন আর ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে। অভ্যুত্থানের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউ, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply