স্মার্টফোন বিক্রির নামে প্রতারণা করা চক্রের ৫৩ জনকে গ্রেফতার করেছে ভারতের দিল্লি পুলিশ।স্মার্টফোনের পরিবর্তে সাবান ও অন্যান্য জিনিস সরবরাহ করে ক্রেতাদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার ২৬ (অক্টোবর) দিল্লির রোহিণী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৬ জনই নারী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ভারতীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ২টি অবৈধ কলসেন্টার চালাতো। ওই কল সেন্টারের মাধ্যমে প্রতারণার জাল ছড়ায় ভারতের বিভিন্ন রাজ্যে। পুলিশ জানিয়েছে স্মার্টফোন ডেলিভারির নামে টাকা তুলত ওই কল সেন্টারের কর্মীরা। তার পর ক্রেতার বাড়ি যখন পার্সেল পৌঁছাত তখন তার মধ্যে থাকতো সাবান, ওয়ালেট, বেল্টের মতো জিনিস।
ক্রেতাদের বিভিন্ন অফারের মাধ্যমে প্রলোভন দেখাতো প্রতারকরা ওই চক্র। ১৮ হাজার রুপির মোবাইল সাড়ে চার হাজার রুপিতে পাওয়া যাচ্ছে বলে ফোন করতো তারা। বলা হতো এই সুযোগ সীমিত সময়ের জন্য। কিন্তু ক্রেতারা হাতে বাক্স পেয়ে দেখতেন তার মধ্যে ভরা আছে সস্তা সাবান, বেল্ট বা ওয়ালেট।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তয়াল বলেন, ২টি জায়গা থেকে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছয়টি কম্পিউটার, একটি বার কোড স্ক্যানার, পাঁচটি মডেম এবং ৮৬টি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।
Leave a reply