পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই লাবায়েক-টিএলপি’র সাথে সংঘর্ষে নিহত হয়েছে চার পুলিশ সদস্য। আহত হয়েছে আড়াইশ’র বেশি মানুষ। বুধবার (২৭ অক্টোবর) দেশটির লাহোর শহরের কাছাকাছি হাইওয়েতে হয় এ ঘটনা ঘটে।
পাঞ্জাবের পুলিশ বিভাগ জানায়, গত শুক্রবার থেকেই শেইখুপুরা অঞ্চলের হাইওয়ে অবরোধ করে রেখেছে টিএলপি সদস্যরা। দলটির নেতার মুক্তি আর ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানায় তারা। বুধবার মিছিল নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। টিএলপি সদস্যদের কাছে ছিল পিস্তল, একে ফরটি সেভেনসহ স্বয়ংক্রিয় বেশ কিছু অস্ত্র। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে পুরো এলাকা। টিএলপি মুখপাত্র জানায়, নিষিদ্ধ সংগঠনটির বেশ কয়েকজন সদস্যেরও প্রাণ গেছে সংঘর্ষে।
উল্লেখ্য, গত সপ্তাহেই আরও এক সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৩ পুলিশ কর্মকর্তার।
Leave a reply