প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেয়া গণটিকার দ্বিতীয় ডোজ আজ

|

ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশে একদিনের বিশেষ গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ বৃহস্পতিবার।

আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে ভ্যাকসিন কার্যক্রম। দেশের ইউনিয়ন, পৌরসভা, জেলা এবং সিটি করপোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া হবে। এবারের ক্যাম্পেইনে কোনো ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দেয়া হবে না। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছিলেন শুধু তারাই পাবেন দ্বিতীয় ডোজ। এছাড়াও কেন্দ্র পরিবর্তন করে কেউ ভ্যাকসিন নিতে পারবেন না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর টিকা ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৮২ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছিল। দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নের প্রতিটিতে একটি করে, ৩৩০টি পৌরসভায় ১ হাজার ৫৪টি ও ১২টি সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে একটি করে কেন্দ্র করা হয়েছিল। এসব কেন্দ্রে কাজ করেছেন ৩২ হাজার ৪০৬ জন টিকাদানকারী ও ৪৮ হাজার ৫৯ জন স্বেচ্ছাসেবী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply