নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ২

|

ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রায়পুরা উপজেলার কাচারিকান্দি গ্রামে সকাল ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবির উদ্দীন (২২) ও হিরন মিয়া (৩৫) নামে দু’জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা. ফারুক আহমেদ।

সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহতরা হলো, বেলাব দড়িপাড়ার সিরাজ উদ্দীনের ছেলে আল-আমিন (৩৫), রাযপুরার কাচারিকান্দি গ্রামের শিশু মিয়ার ছেলে রমজান (১৮), মজম মিয়ার ছেলে জজ মিয়া (১০), মৃত বিরু মিয়ার ছেলে হক মিয়া (৫০), শাহামিয়ার ছেলে অহিদ মিয়া (৪৩), আহসানউল্লাহর ছেলে মোকলেস (২২) ও শিশু মিয়ার ছেলে রমজান (১৮)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শাহালম মেম্বার ও ছোট শাহালমের দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply