পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি

|

আজ নিদাহাস ট্রফির ফাইনাল খেলা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। আজ বাংলাদেশ-ভারতের মধ্যে এটি অষ্টম টি-টুয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে। দেখে নেই বাংলাদেশ ভারতের টি-টোয়েন্টির পরিসংখ্যান।

ম্যাচ:
বাংলাদেশ জয়: ০
ভারত জয়: ৭

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ১৫৯/৫, কলম্বো ২০১৮
ভারত: ১৮০/৫ নটিংহ্যাম ২০০৯

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ: ১২১/৭, ঢাকা ২০১৬
ভারত: ১৪৬/৭, বেঙ্গালুরু ২০১৬

সর্বোচ্চ ব্যবধানে জয়
ভারত: ৪৫ রানে জয়ী, ঢাকা ২০১৬
ভারত: ৮ উইকেটে জয়ী, ঢাকা ২০১৪
বাংলাদেশ এখনো কোন ম্যাচ জেতেনি।

সর্বনিম্ন ব্যবধানে জয়

ভারত: ১ রানে জয়ী, বেঙ্গালুরু ২০১৬
ভারত: ৬ উইকেটে জয়ী, কলম্বো ২০১৮

সর্বাধিক রান
ভারত: রোহিত শর্মা ৭ ম্যাচ ৩০০ রান
বাংলাদেশ: সাব্বির রহমান ৫ ম্যাচ ১৫৯ রান

সর্বোচ্চ ব্যাক্তিগত
ভারত: ৮৯ রান, রোাহিত শর্মা কলম্বো ২০১৮
বাংলাদেশ: ৭২*, মুশফিকুর রহীম কলম্বো ২০১৮

সর্বাধিক ফিফটি
ভারত: রোহিত শর্মা ৭ ম্যাচে ৩টি
বাংলাদেশ: মুশফিকুর রহীম ৭ ম্যাচে ১টি

সর্বাধিক ছক্কা
বাংলাদেশ: সাব্বির রহমান ৫ ম্যাচে ৫টি
ভারত: রোহিত শর্মা ৭ ম্যাচে ১২টি

সর্বাধিক উইকেট
বাংলাদেশ: আল আমিন হোসেন ৪ ম্যাচে ৭টি, বর্তমান দলে থাকা রুবেল হোসেন ৩ ম্যাচে ৫টি।
ভারত: অশ্বিন ৪ ম্যাচে ৬টি, বর্তমান দলে থাকা ঠাকুর ১ ম্যাচে ৩টি।

সেরা বোলিং
ভারত: প্রজ্ঞান ওঝা ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট
বাংলাদেশ: আল আমিন হোসেন ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply