টিকা না নিলে বিনা বেতনে ছুটি; যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের দমকল বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার, নিউইয়র্কের সড়কে নামেন কয়েকশ ফায়ার সার্ভিস কর্মী।

শুক্রবারের মধ্যে পুলিশ, দমকল বাহিনীর সদস্যদের নিজ কর্মস্থলে অন্তত এক ডোজ টিকা গ্রহণের প্রমাণপত্র জমা দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অন্যথা সোমবার থেকেই বিনা বেতনে ছুটিতে পাঠানোর নির্দেশ তাদের।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদেই সরব কর্মীরা। এর মাধ্যমে জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপের দাবি তাদের। তবে টিকা সংক্রান্ত এ নীতিমালার বিষয়ে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। এর জেরে শহরে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মী অন্তত ২০ শতাংশ কমে আসার আশঙ্কা তাদের। যদিও এতে জনসেবা প্রদানে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply