নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আরও ৪ বাংলাদেশির মরদেহ শনাক্তের কথা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টিমের সদস্য সোহেল মাহমুদ। এনিয়ে মোট ২১ বাংলাদেশির লাশ শনাক্ত হলো। আগামীকাল সোমবার বিমানবাহিনীর ফ্লাইটে করে মরদেহগুলো দেশে আনা হবে।
আহতদের মধ্যে ইমরানা কবির হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। আর রোববার বিকেলে দেশের ফিরিয়ে আনা হচ্ছে শাহীন বেপারিকে এবং দিল্লী নিয়ে যাওয়া হবে ইয়াকুব আলীকে।
বিমান বিধ্বস্তের ঘটনার আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে। সকালে কাঠমান্ডু গেছেন এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অফ বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, ইউএস বাংলার ফ্লাইট সংক্রান্ত কোন ত্রুটি ছিল না। তবে একে অপরকে দোষারুপ না করে তদন্তের পর দুর্ঘটনার আসল কারণ জানা যাবেন বলে মন্তব্য করেন তিনি।
Leave a reply