মেহেদির জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অফ স্পিনার মেহেদি হাসানের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদির দুই উইকেট ও মোস্তাফিজের ১ উইকেট শিকারে প্যাভিলিয়নে ফিরে গেছেন ক্যারিবিয়ানদের টপ অর্ডারের ব্যাটাররা।

শুরুটা করেছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে মোস্তাফিজ ফিরিয়ে দিয়েছেন ক্যারিবিয় ওপেনার এভিন লুইসকে। কাটার মাস্টারের দুর্দান্ত এক বলে মুশফিকের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি। যাওয়ার আগে করেন ৯ বলে ছয় রান।

আর ম্যাচের পঞ্চম ওভারে আরেক ক্যারিবিয় ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে দিয়েছেন মেহেদি হাসান। যাওয়ার আগে ১০ বলে মাত্র ৪ রান করেন গেইল।

ম্যাচের সপ্তম ওভারে আবারও আঘাত হানেন মেহেদি। এবার তার শিকার আগ্রাসী শিমরন হেটমায়ার। যাওয়ার আগে ৭ বলে ১ চারে করেছেন ৯ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে নেই নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। দলে অতিরিক্ত পেসার খেলানোর কারণেই দলে নেই নাসুম। গত ম্যাচের ধীরগতির কারণে দলে জায়গা হারিয়েছেন ওপেনার লেন্ডল সিমন্স। তার জায়গায় আজকে শুরুতে দেখা যাবে গেইলকে। আর সিমন্সের বদলে দলে এসেছেন রোস্টন চেজ। আর লেগ স্পিনার হেইডেন ওয়ালশের জায়গায় দলে এসেছেন জেসন হোল্ডার।

বিশ্বকাপের মূলপর্বে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দলদুটির অবস্থান। কোনো জয় না পেলেও রানরেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একটু এগিয়ে বাংলাদেশ। জয়খরা কাটাতে তাই মরিয়া দুই দলই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply