ক্যান্সারে র‍্যাব কর্মকর্তার মৃত্যু

|

র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে। তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জানাজার পর মরহুমের মরদেহ র‍্যাবের হেলিকপ্টারযোগে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে নেয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply