রাখাইনে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে দাবি জাতিসংঘের। শুক্রবার, মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংহি লি জানান, নিহতদের বেশিরভাগই রোহিঙ্গা।
তার অভিযোগ, হতাহতের প্রকৃত সংখ্যা আড়াল করছে মিয়ানমার প্রশাসন। বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না থাকায় প্রকৃত অবস্থা যাচাই করা যাচ্ছে না। রাখাইনের পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় দুর্যোগ বলেও অভিহিত করেন ইয়াংহি লি। মিয়ানমার সরকারের আনুষ্ঠানিক হিসেবে, রাখাইনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩২ জন। এর বেশিরভাগই রোহিঙ্গা সন্ত্রাসী বলে দাবি প্রশাসনের। বৃহস্পতিবার নেইপিদো জানায়, সংঘাতে নিহত বেসামরিক রোহিঙ্গার সংখ্যা মাত্র ৭ জন। ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতায় ৬ হাজার ৬০০ বাড়িঘর পুড়েছে বলেও জানানো হয়, সরকারি পরিসংখ্যানে। জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসেবে, নির্যাতনের মুখে গেল দুই সপ্তাহে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষ।
যমুনা অনলাইন: এসএস
Leave a reply