অকাস চুক্তির পর প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে। ইতালিতে জি-টুয়েন্টি সম্মেলনে গিয়ে ফরাসি দূতাবাসে ম্যাকরনের সাথে সাক্ষাৎ করেন বাইডেন।
এসময় ফ্রান্সের সাথে পারমাণবিক সাবমেরিন কেনার চুক্তি বাতিল করায় অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি। বাইডেন বলেন, অস্ট্রলিয়া তাদের কথা না রাখলে অকাস চুক্তি মাধুর্য হারাবে।
গত মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন চুক্তি করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ধারণা, চীনকে ঠেকাতেই এ পদক্ষেপ। অকাস চুক্তি অনুযায়ী নিজেদের উন্নত প্রযুক্তি ভাগাভাগি করবে দেশগুলো। এর ফলে পারমাণবিক সাবমেরিন তৈরির সুযোগ পাবে অস্ট্রেলিয়া। এরপরই ফ্রান্সের সাথে করা ৩ হাজার ৭শ কোটি ডলারের চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া।
Leave a reply