পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচন কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের সাথে দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের অনুসারীদের উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে গতরাতে সংঘর্ষে জড়িয়েছে পড়ে দু’পক্ষ। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সজীবকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।
Leave a reply