পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির ঘটনায় কার্যত উদ্ধার অভিযান শেষ। তবে এখনও অনিশ্চয়তায় ফেরি তোলার বিষয়টি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ জানিয়েছে, শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত চারদিনের অভিযানে ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ৪ টি মোটরসাইকেল।
তবে এক চালকের দাবির প্রেক্ষিতে তার মোটরসাইকেলের খোঁজে তৎপরতা চালানো হবে। ডুবে যাওয়া ফেরিটি টেন তুলতে হামজা-রুস্তমের ক্ষমতা না থাকায় বেসরকারিভাবে কোনো সংস্থার সাথে সমন্বয়ের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
গেল বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বেশকিছু গাড়ি নিয়ে ডুবে যায় ফেরি শাহ আমানত।
অন্যদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি স্বল্পতার সাথে যানবাহনের চাপ অব্যাহত, ফলে কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে পারাপার। সকাল থেকেই পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ গাড়ি। যানজট ছড়িয়ে পড়েছে অন্তত ৭ কিলোমিটারজুড়ে। দীর্ঘসময় ধরে ঘাটে আটকে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী আর চালকদের।
Leave a reply