চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফুটবল মাঠে চালু হয়েছিল এক ম্যাচে সর্বাধিক পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি। এই পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়মটি এবার স্থায়ীকরণের পথে হাঁটছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খবর স্কাই স্পোর্টসের।
আইএফএবি-র পক্ষ থেকে পাঁচ ফুটবলার পরিবর্তন করার বিষয়টিকে অনুমোদন করা হয়েছে। এবার বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারী সংস্থা অস্থায়ী ভাবে চালু হওয়া এই নিয়মকে স্থায়ী ভাবে চালু করতে পারে।
এক বিবৃতিতে আইএফবি জানায়, যেকোনো ফুটবল প্রতিযোগিতার আয়োজক সংস্থা এই পরিবর্ত ফুটবলারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ফুটবল এবং টেকনিক্যাল অ্যাডভাইজরি প্যানেল এই বিষয়টি অনুমোদন করেছে।
উল্লেখ্য, করোনা পূর্ববর্তী সময়ে একটি ম্যাচে তিনটি ফুটবলার পরিবর্তন করতে পারতো প্রত্যেকটি দল।
Leave a reply