শোক ভুলে বিয়ে করছেন সুশান্তের সাবেক প্রেমিকা

|

ছবি: সংগৃহীত।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। এই অভিনেতার মৃত্যুর কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। চলতি বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের এই প্রাক্তন প্রেমিকা। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনর সাথে ডিসেম্বরে ঘর বাঁধছেন অঙ্কিতা।

নেপালি নিউজের প্রতিবেদনে জানা যায়, সুশান্তের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নানা পোস্টে অঙ্কিতা বার বার ফিরে গিয়েছিলেন তার স্মৃতি চারণায়। ঠিক ওই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন তার বর্তমান প্রেমিক ভিকিকে। তাকে আগলে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করেছেন এই অভিনেত্রী।

আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। ইতোমধ্যে নাকি তৈরি হয়েছে অতিথিদের তালিকা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply