৩০ টাকা বিনিয়োগে রাজমিস্ত্রি থেকে কোটিপতি যুবক, চাইছেন পুলিশি নিরাপত্তা

|

ছবি: সংগৃহীত।

মাত্র ৩০ টাকায় কোটিপতি হয়ে গেলেন এক রাজমিস্ত্রি। তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে লটারির পুরস্কার। লটারি জয়ের পর তার পরিবার নিরাপত্তা চেয়েছে পুলিশের কাছে।  ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাজমিস্ত্রির নাম সুজয় পাহান। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট।

সুজয়ের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩০ অক্টোবর) ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন সুজয়। এরপরই ওই লটারিতে এক কোটি টাকা মিলে যায়। এরপরই আতঙ্কে নিরাপত্তা চেয়ে রোববার (১ নভেম্বর) সকালে বালুরঘাট থানায় পরিবার নিয়ে হাজির হন ওই যুবক।

সুজয় পাহান বলেন, এত টাকা একসাথে লটারিতে ওঠায় নিরাপত্তার অভাব বোধ করছি। সুষ্ঠুভাবে টাকা পাওয়া এবং রাখার জন্যই পুলিশের সাহায্য চাইছি। বালুরঘাট থানার পক্ষ থেকে ওই যুবককে এবং তার পরিবারকে নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply