কয়েকদিন আগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান। এরপর জিতেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সাথে। ফলে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা খুশি। এ অবস্থায় দেশটির রাজনীতিবিদদের বিভিন্ন বক্তব্যেও বারবার ঘুরেফিরে আসছে বিশ্বকাপের কথা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ভবিষ্যদ্বাণী করেছেন, এবারের আসরে তার দেশই চ্যাম্পিয়ন হতে চলেছে। দলের ভালো পারফরম্যান্সের পেছনে তিনি নিজের বড় কৃতিত্ব দাবি করেছেন বলে শোনা যায়। এ নিয়ে সমালোচনায় মেতেছেন তার বিরোধীরা।
জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, সোমবার (১ নভেম্বর) সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কটাক্ষ করে বলেছেন, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো পদে থাকলেই ভালো করতেন। এদিন নুরিয়াবাদ বিদ্যুৎকেন্দ্র মানি লন্ডারিং মামলার শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান সরকারের কড়া সমালোচনা করে এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীন দলকে আক্রমণ করে মুরাদ আলী বলেন, সবাই জানে পিটিআই (ইমরান খানের দল) কীভাবে ক্ষমতায় এসেছে। এখন দলটির লোকজন নির্বাচনী জামানত বাজেয়াপ্ত করবে, কারণ স্রোত উল্টে গেছে।
সম্প্রতি পাকিস্তানজুড়ে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ-সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১জন নিহত হয়েছেন। সহিংসতা বন্ধে টিএলপির সাথে সমঝোতা চুক্তি করেছে ইমরান খানের সরকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিন্ধের মুখ্যমন্ত্রী বলেন, সরকারের অদক্ষতার কারণেই মূল্যবান প্রাণগুলো ঝরেছে।
এদিন ইমরান খানের মতো মুরাদ আলীও আশাপ্রকাশ করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানই চ্যাম্পিয়ন হবে। তবে মুখ্যমন্ত্রী জানান, তিনি শুনেছেন, প্রধানমন্ত্রী নাকি বলেছেন, পাকিস্তান দল তার জন্যই ভালো খেলছে। এ নিয়ে কটাক্ষ করে মুরাদ আলী বলেন, আমি আগেও বলেছি, প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবিতে কাজ করলেই ভালো হতো।
Leave a reply