মিয়ানমারে প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের ভরণপোষনের জন্য, বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।
রোববার সিডনিতে, আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিনে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাষ্ট্রনেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সু চি। আলাপচারিতার সময় রোহিঙ্গাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত এবং তাদের আশ্রয়দানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা বলেন তিনি। সম্মেলনের আয়োজক দেশ- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান এ কথা। এর আগে, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনা বর্বরতার জন্য সরাসরি অং সান সুচিকে দায়ী করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
Leave a reply