আকস্মিক বুকের ব্যথায় মাঠ ছাড়েন আগুয়েরো। তখন থেকেই আশঙ্কা ছিল হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরতে পারবেন না সার্জিয়ো আগুয়েরো। স্বাস্থ্য পরীক্ষায় সেটিই নিশ্চিত হয়েছে। আগুয়েরোর চিকিৎসকরা জানিয়েছেন যে, পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
গত শনিবার (৩০ অক্টোবর) লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আগুয়েরো ইশারায় জানান, তিনি মাঠ ছাড়তে চান। মাঠেই বুকে হাত দিয়ে কিছুক্ষণ শুয়েও থাকতে দেখা যায় তাকে। মেডিকেল স্টাফরা এগিয়ে আসলেও একটু পরে আগুয়েরো নিজেই উঠে মাঠ ছেড়ে যান।
গত সোমবার (১ নভেম্বর) ফুটবল ক্লাব বার্সেলোনা জানিয়েছে, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি, আর খেলায় ফেরার ব্যাপারটি নির্ভর করবে তার সেরে ওঠার ওপরে।
টুইটারে তার সুস্থতার জন্য শুভকামনা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আগুয়েরো, আমি ভালো আছি, দ্রুত সেরে উঠতে চাই। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাকে শক্তিশালী করেছে।
Leave a reply