ক্ষমা চাইলেন রুবেল, সৌম্য দুঃখিত

|

শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। রুবেলের করা ১৯তম ওভারে ২২ রান সংগ্রহ করে ম্যাচে ফেরে ভারত। শেষ ওভারের শেষ বলে ছয় মেরে বাংলাদেশের কাছ থেকে ছো মেরে নিদাহাস ট্রফি নিজেদের করে নেয় ভারত।

এ জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন পেসার রুবেল হোসেন। এক ফেসবুক বার্তায় তিনি এ ক্ষমা চান।

তিনি বলেন, “ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারনে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে।”

বাংলাদেশ দলে এই পেসার আরও বলেন, “সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।”

শেষ ওভারে ভারতের দরকার ছিল ১২ রান। একটি ওয়াইডসহ প্রথম তিন বলে তিন রান সংগ্রহ করে ভারত। চতুর্থ বলে বাউন্ডারি হওয়ায় জয়ের জন্য ভারতের দরকার ছিল দুই বলে পাঁচ রান। কিন্তু পাঁচ নম্বর বলে শঙ্কর আউট হওয়ার পর জয়ের সমীকরণ দাঁড়ায় এক পাঁচ রান।

কিন্তু শেষ বলটিতে কাভারের ওপর দিয়ে ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দেন দিনেশ কার্তিক।

শেষ ওভারে বল করতে এসে বাংলাদেশ দলকে জেতাতে না পেরে দেশবাসীকে দুঃখিত বললেন সৌম্য সরকার। রুবেলে মতো তিনিও খেলা শেষে এক ফেসবুক বার্তায় এ কথা বলেন।

তিনি বলে “আমি সবার কাছে দুঃখিত, আমাদের সমর্থন দেওয়ার জন্য আপনাদের জন্য। আশা করছি আমরা আরও শক্তভাবে ফিরে আসবো।”

যমনুা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply