গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক এলাকায় জান্নাতুল ফেরদৌস জিমী(১৮) নামে গৃহবধূর গায়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আগুন দেয়ার পর তাৎক্ষণিক স্থানীয়রা জিমীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, তার স্বামী স্থানীয় মৃত হামিদ মেম্বারের ছেলে মেহেদী হাছান পলাশ দীর্ঘদিন যাবত যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছিল। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধায় জান্নাতুল ফেরদৌস জিমীর কাছে স্বামী মেহেদী হাছান পলাশ লক্ষাধিক টাকা যৌতুক দাবি করেন। জিমী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার স্বামী পলাশ গৃহবধূকে প্রথমত মারধর করে পরে গায়ে আগুন লাগিয়ে দেয়।
গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে গৃহবধূ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, আগুনে তার পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে, চিকিৎসা চলছে।
Leave a reply